ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শনে বিচারপতি খিজির আহমদ চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ১:০৫:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে তিনি হাসপাতাল পরিদর্শনে এলে সংশ্লিষ্টরা তাকে স্বাগত জানান। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
পরে হাসপাতাল চত্বরে সিলেট ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ তাঁর সাথে মতবিনিময়ে মিলিত হন। সমিতির সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা: এম এ আহ্বাবের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ-সভাপতি ডা: আজিজুর রহমান, সমিতির সদস্য ও জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্যাহ শহীদুল ইসলাম শাহীন প্রমুখ।
মতবিনিময়কালে বিচারপতি খিজির আহমদ চৌধুরী বলেন, চ্যারিটির প্রতি তার আজীবনের দুর্বলতা। চ্যারিটির অর্থায়নে ডায়াবেটিক হাসপাতাল গড়ে উঠেছে শুনে তিনি অভিভূত হন। তিনি বলেন, হাইকোর্টে কোম্পানী কোর্টের দায়িত্বে থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট সোস্যাল রেসপনসিবলিটির (সিএসআর) অর্থ এ কোর্টের মাধ্যমে সারাদেশে বণ্টন করা হয়। ডায়াবেটিস হাসপাতালের অগ্রগতিতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পরে সমিতির পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাইকোর্টের কোম্পানী কোর্টের মাধ্যমে এ হাসপাতালে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া, গতকাল শুক্রবার সিলেটের আরো দুটি প্রতিষ্ঠানকে কোম্পানী কোর্টের চ্যারিটির চেক প্রদান করা হয়।