পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আজিজুল হক মানিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ১:১৩:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দরগাহ হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষক-সাংবাদিক আজিজুল হক মানিক। গতকাল শুক্রবার বাদ জুমা দরগাহ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন দরগাহ মাসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। নৌবাহিনীতে কর্মরত পুত্রের আগমনে বিলম্ব হওয়ায় বাদ আসর তাঁর দাফন
সম্পন্ন হয়। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক শোকাহত মানুষ জানাজা ও দাফন কাজে অংশ নিয়ে সিলেটের এই কৃতি সন্তানকে শেষ বিদায় জানান। তিনি একাধারে সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক কাউন্সিলর, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক জালালাবাদের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তিনি ভাষা সৈনিক ও গ্রন্থাগার আন্দোলনের পথিকৃৎ, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক এবং মাসিক আল ইসলাহ-এর প্রতিষ্ঠাতা
ও সম্পাদক মুহম্মদ নুরুল হকের বড় পুত্র। আজিজুল হক মানিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা-উভয় বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে মদন মোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি জিএস পদে নির্বাচিত হন। আজিজুল হক মানিক ২০১৫-১৬ সেশনে কেমুসাসেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন। এছাড়া, তিনি ২০১৪-১৫ সেশনে সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। মেধাবী আজিজুল হক মানিক একজন তুখোড় বক্তা হিসেবে সুখ্যাতি ছিল। ২০০৩ সালে প্রথম সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন আজিজুল হক মানিক। ২০০৮ সালের নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ২০১০ সালে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে আজিজুল হক মানিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নানা শ্রেণি পেশার মানুষের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী।