শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার —হাবিবুর রহমান হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ৪:৫২:১০ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি নতুন ভবন দেওয়া হয়েছে, যা অতীতে কোনো সরকারের আমলে হয়নি।
গতকাল রোববার বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাখন মিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সহ সভাপতি আবু বক্কর, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, জুনেদ মিয়া, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফ উল ইসলাম তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক ফরহাদ, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দোলন বৈদ্য, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা খাতুন, নাজনীন আরা তাহেরা খানম, ভৈরব চন্দ্র নাথ, সুপর্ণা রানী নাথ, ফিকেশ চন্দ্র নাথ, আলী আমজাদ ভূঞা, দুলন রাণী ভৌমিক, মুহাম্মদ আব্দুল মান্নান, শামিম আহমদ, নিজাম উদ্দিন, প্রভাতী দেবনাথ সুইটি, মমতা বেগম, মোঃ লাল মিয়া, রিপন কান্ত দাস, তানিয়া খাতুন, শরিফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি টুটুল আহমদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি