সৌদি আরবে ছুরিকাঘাতে গোলাপগঞ্জের যুবক খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ৫:১৪:৩৪ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : রুমমেটের ছুরিকাঘাতে গোলাপগঞ্জের এক যুবক সৌদিআরবে খুন হয়েছে। নিহত যুবক রাবেল আহমদ (২৮) গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর শুকনা গ্রামের ফারুক আহমদের পুত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রান্না করা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রাবেলের রুমমেট ব্রাক্ষণবাড়িয়া জেলার ঐ ব্যক্তির ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।