যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ৫:৩২:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত শনিবার পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিশেষ মোনাজাত, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। দিবসটি উপলক্ষে অনেকে নফল রোজা রাখেন এবং দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করেছেন।
মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে প্রতিবছরের ন্যায় এবারো পবিত্র আশুরা পালন করা হয়।
আশুরা কেবল কারবালার শোকাবহ স্মৃতিতেই ভাস্বর নয়। ইতিহাসের আরো অনেক ঘটনার সাক্ষ্য বহন করছে। মহান আল্লাহ তায়ালা এ দিনেই আরশ, কুরছি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এ দিনেই আদমকে (আ.) সৃষ্টি করে তাকে বেহেশতে স্থান দিয়েছেন। পরবর্তীতে শয়তানের প্ররোচণায় ভুলের কারণে এ দিনেই তাঁকে দুনিয়াতে পাঠিয়েছেন। পবিত্র আশুরা সমগ্র জগৎ সৃষ্টির দিন হিসেবে যেমন স্বীকৃত, তেমনি এদিন কেয়ামত অনুষ্ঠিত হয়ে জগৎ ধ্বংস প্রাপ্ত হবে।
দিবসটি পালন উপলক্ষে গত শনিবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক বিশেষ প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশ করে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে। গত শনিবার সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং সংবাদপত্র অফিসসমূহে ছুটি ছিল। এ উপলক্ষে সিলেটে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন কর্মসূচি পালন করে।
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর
প
বিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে শনিবার, বাদ জোহর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে মিলাদ শরীফ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সিলেট মহানগরীর সাবেক সভাপতি এনাম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা সাইফুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
নবীগঞ্জ : নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে শনিবার ১০ মহররম পবিত্র আশুরা পালিত হয়েছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। সেসময় থেকে কারবালার এ বিয়োগাত্মক ঘটনাকে স্মরণ করে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে প্রতিবছর উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শগ্রামে হোসেনি দালানে দিবসটি পালন করা হয়।
আশুরার শোক মিছিলে অংশ নিতে সকাল থেকে নবীগঞ্জ উপজেলার ধর্মপ্রাণ মুসলিমরা হোসেনি দালানে জড়ো হন এবং জারি পরিবেশন করেন। বিকেল ৩টায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে কুর্শি হোসেনি দালান থেকে আশুরার তাজিয়া মিছিল বের করা হয়। তাজিয়া মিছিলে যুবক, বৃদ্ধ, শিশুসহ সব বয়সের নারী-পুরুষ অংশ নেন।
দুপুরে কুর্শি হোসেনি দালান পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাতেও যাথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। গত শনিবার উপজেলার নূরপুর, সূরাবই, পূরাসুন্দা, সুতাং ফুল শাহ মাজার পাক পাঞ্জাতন এর মোকাম, নসরতপুর, চন্ডিপুর, পাঁচগাঁও, বারলারিয়া, শৈলজোড়া, অলিপুর, মড়রা ও কাজীরগাঁও এলাকায় পালিত হয় পবিত্র আশুরা।
নূরপুর, চন্ডিপুর, নছরতপুর, বারলারিয়া এই চার গ্রাম তারা তাদের তাজিয়া মিছিল নিয়ে নূরপুর হাইস্কুল মাঠে একত্রিত হন। সেখানে ছিল হাজার হাজার মানুষের সমাগম। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পাশে ছিল শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ। এসময় শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম নূরপুর হাইস্কুল মাঠ পরিদর্শন করেন।
অন্যদিকে, সূরাবই, পূরাসুন্দা, সুতাং ফুল শাহ, পাঁচগাঁও ও শৈলজোড়া তারা ও যার যার তাজিয়া মিছিল নিয়ে সুতাং বাজারে একত্রিত হয়ে পালন করেন পবিত্র আশুরা।
এ উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে আশুরা দিবসটি উদযাপিত হয়েছে। এদিন অধিকাংশ লোকই রোজা রাখেন এবং খালি পায়ে (পদব্রজে) বিচরণ করেন।
বিকেলে সকল মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।




