ছাতকের আলমপুরে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ৫:৪২:১৬ অপরাহ্ন
জাউয়াবাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের দোলারবাজার ইউনিয়নের আলমপুর (গোপীনাথপুর) গ্রামের আনোয়ার আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ১১ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ছাতকের জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, আলমপুর (গোপীনাথপুর) গ্রামের আনোয়ার আলী গত ২৫ জুলাই সকালে ঘরটি তালাবদ্ধ করে তার আত্মীয় বাড়িতে বেড়াতে যান।
এই সুযোগে বেলা অনুমান আড়াইটার দিকে চোরেরা ঘরের পিছনের দরজার লোহার পাইপ ভেঙে ঘরে ঢুকে। এসময় তারা স্টীলের আলমারি ভেঙে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, ১১ ভরি স্বর্ণালংকার, বাড়ি ও জমিজমার বিভিন্ন দলিলপত্র সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। চুরি করে পালিয়ে যাবার সময় তারা চুরির কাজে ব্যবহৃত লোহার পাইপটি ফেলে যায়। জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাশ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।