চিকিৎসক হতে চায় আহেন নামব্রম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ৫:৫০:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আহেন নামব্রম এবারের এসএসসি পরীক্ষায় সিলেট খাজাঞ্চিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। নগরীর নয়াবাজার কুশিঘাট নিবাসী দৈনিক সিলেটের ডাক-এর সাবেক বিজ্ঞাপন ব্যবস্থাপক শংকর সিংহ এবং বেসরকারি ব্যাংক কর্মকর্তা অপর্ণা রানী সিনহার জ্যেষ্ঠপুত্র আহেন বিষয়ভিত্তিক নিয়মিত পড়াশুনা করে এ সাফল্য অর্জন করেছে। তার এ কৃতিত্বের জন্য সে ¯্রষ্টা এবং মা-বাবাসহ সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞ।
সে ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে সেবার মাধ্যমে সমাজ এবং দেশের উন্নয়নে অবদান রাখতে চায়। আগামী দিনগুলোতে শিক্ষা এবং সকল ক্ষেত্রে সাফল্যের জন্য সে সকলের দোয়া-আশির্বাদ প্রার্থী।