তামাবিল ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শনে সিলেটের পুলিশ সুপার মামুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ১২:১৩:১৮ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন তামাবিল ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন করেন। গত শনিবার দুপুর ২টায় তিনি তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সেলিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু সুফিয়ান, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, জাতীয় গোয়োন্দা সংস্থা এনএসআই’র সহকারী পরিচালক ইমরান হাসান, বিজিবি তামাবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. আরিফ হোসেন, তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, তামাবিল চুনাপাথর-পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সদস্য জাকির হোসেন (আর্মি), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ স্থানীয় আমদানীকারক ব্যবসায়ী এবং ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টের নির্মিতব্য ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। তিনি বিদেশ যাত্রীদের সাথে ইমিগ্রেশন চেক পোস্ট’র যাত্রীসেবার মান উন্নয়ন নিয়ে কথা বলেন। এদিকে, সকাল ১১টায় পুলিশ সুপার জৈন্তাপুর মডেল থানা পরিদর্শন করেন। এসময় তিনি অফিসার ইনচার্জ ওমর ফারুক সহ পুলিশ কর্মকর্তাদের উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকার নিদের্শনা প্রদান করেন। এ সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।