দিরাই পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ১২:১৬:০৭ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৪৭ কোটি ৭৬ হাজার ৯১৪ টাকা ৯৯ পয়সার বাজেট ঘোষণা করেছেন মেয়র বিশ্বজিত রায়। গতকাল রোববার পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেটে রাজস্ব আয় ৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা, রাজস্ব ব্যয় ৩ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ১৩ লাখ ৪৫ হাজার টাকা। আর উন্নয়ন বরাদ্দ ৪৩ কোটি ৫০ লাখ ৪১ হাজার ৯১৪ টাকা ৯৯ পয়সা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৪৫ লাখ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত্ত ৫ লাখ ৪১ হাজার ৯১৪ টাকা ৯৯ পয়সা। সর্বোচ্চ বরাদ্দ ড্রেন নির্মাণ খাতে ২০ কোটি টাকা।
পৌর নাগরিকদের আহ্বান জানিয়ে মেয়র বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির ময়লা ড্রেনে না ফেলতে সকলকে অনুরোধ করেন মেয়র। বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌরসভার মেয়র বিশ্বজিত রায়।
এসময় তিনি বলেন, পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি। নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নানা সমস্যা সমাধানে আমি গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র লিটন রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, পংকজ পুরকায়স্থ অমর, লিয়াকত আলী, জুয়েল মিয়া, রবীন্দ্র বৈষ্ণব, আবুল কাশেম ও রেজাউল করিম, মহিলা কাউন্সিলর সাহার বানু, মিনতী রানী দাস ও মোছা. হেলেনা বেগম, পৌরসভার প্রধান সহকারী মহিবুর রহমান, কর নির্ধারক মো. দেলোয়ার হোসেন, কর আদায়কারী আশীষ কুমার রায়, আরব উদ্দিন প্রমুখ।