শায়েস্তাগঞ্জে মাটি চাপায় শ্রমিক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ১২:১৮:২৩ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার সময় বাবুল মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গোদারিয়া গ্রামের মৃত নুরু উদ্দিনের ছেলে। জানা যায়, কয়েকদিন আগে উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের কামাল মিয়ার বাড়িতে মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক আসে নেত্রকোনা থেকে।
কামাল মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে আসছে। গত শনিবার একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার সময় একটি গর্তের সৃষ্টি হলে সেই গর্তে পড়ে যায় বাবুল। পরে তার ওপর মাটি পড়ে গেলে সে চাপাতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক কামাল জানান, পুলিশ নিহত বাবুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শ্রমিকরা স্বেচ্ছায় মাটি কাটতে এসেছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় বাবুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।