গোল্ডেন জিপিএ প্রাপ্ত তোফাজ্জল কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ১২:২১:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সৈয়দ তোফাজ্জল হোসেন। সে নগরীর ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে।
তোফাজ্জল নগরীর লামাবাজার সরষপুরের বাসিন্দা সিলেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মুহিবুর রহমান মুরাদ ও মা গৃহিণী সৈয়দা আনোয়ারা বেগম আলো’র প্রথম পুত্র এবং সিলেট পৌরসভার পাঁচ বারের কমিশনার মরহুম সৈয়দ আহমদ হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সৈয়দ মোহাম্মদ হোসেনের নাতি। ভবিষ্যতে তোফাজ্জল কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী। সে সকলের দোয়া প্রার্থী।