রেহাই মিলছে না বিদ্যুৎ দুর্ভোগ থেকে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ১২:২৬:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিদ্যুতের দুর্ভোগ থেকে কিছুতেই রেহাই পাচ্ছেন না সিলেটবাসী। ফের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে সিলেটে। একদিকে গরম, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট। এতে দুর্বিষহ হয়ে ওঠেছে মানুষের জনজীবন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। ব্যবসাসহ সব কিছুতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানান, কয়লা সংকটে গতকাল রোববার ভোররাতে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
এর প্রভাব পড়ে সিলেটে। ফলে গতকাল রোববার সকাল থেকেই বিভাগে বেড়েছে লোডশেডিং। বিদ্যুতের চলমান লোডশেডিং এর মাত্রা চরম আকার ধারণ করায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদি জানান, সিলেট বিভাগে গতকাল লোডশেডিং এর পরিমাণ ছিল ৩২ শতাংশ। গতকালের চাহিদা ছিল ৫৪৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে ৪০০ মেগাওয়াট। তবে, গতকাল রোববার সন্ধ্যার পর বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে দাবি করেন তিনি।
এদিকে, গতকাল রোববার বিকেলে ফেঞ্চুগঞ্জে বিদ্যুতের এ পরিস্থিতি থেকে রেহাই পেতে নাগরিক পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। প্রসঙ্গত, গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারের সময় আলোচনায় উঠে আসে লোডশেডিং প্রসঙ্গ। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী (বর্তমানে নির্বাচিত) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচেষ্টায় সিসিক নির্বাচন পর্যন্ত সিলেটে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নির্বাচনের পর ফের লোডশেডিংয়ে ফিরে সিলেট। এতে সিলেট বিভাগে পল্লী বিদ্যুৎ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় ২২ লাখ গ্রাহক বিড়ম্বনার শিকার হচ্ছেন।