ফেঞ্চুগঞ্জে এসএসসিতে শীর্ষে সারকারখানা স্কুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ১২:৪৭:২৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: এবারের এসএসসি পরীক্ষায় ফেঞ্চুগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় শীর্ষে শাহজালাল সারকারখানা স্কুল। এ শিক্ষা প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ৭৭ জন। উত্তীর্ণ হয়েছে ৭৩ জন। অকৃতকার্য হয়েছে ৪ জন জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী। পাশের হার ৯৪.৮০%ভাগ।
সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ২৩৫ জন। পাশ করেছে ১৩৫ জন, অকৃতকার্য হয়েছে ১০০ জন। জিপিএ পেয়েছে ৬ জন। পাশের হার ৫৭.৪৪% ভাগ।
মাহমুদউস সামাদ ফারজানা চৌধুরী গালর্স স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৮৭ জন। পাশ করেছে ৭৮ জন, অকৃতকার্য হয়েছে ৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। প্রতিষ্ঠানে পাশের হার ৮৯.৬৫%ভাগ। পুরান বাজার পাবলিক স্কুলের মোট পরীক্ষার্থী ছিল ১৭৪ জন। পাশ করেছে ১০৫ জন, অকৃতকার্য হয়েছে ৬৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানে পাশের হার ৬০.৩৪% ভাগ।
ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৫০ জন। উত্তীর্ণ হয়েছে ১০৪ জন। পাশ করেনি ৪৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন। প্রতিষ্ঠানে পাশের হার ৬৯.৩৩% ভাগ।
কাছিম আলী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১০৯ জন। পাশ করেছে ৬৬ জন, অকৃতকার্য হয়েছে ৪৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন। প্রতিষ্ঠানে পাশের হার ৬০.৫৫% ভাগ।
মানিককোনা স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থী ছিল ১৫৪ জন, পাশ করেছে৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন । ৭৫ জন শিক্ষার্থী পাশ করতে পারেনি। পাশের হার ৫১.২৯% ভাগ।
উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ২১৯ জন। পাশ করেছে ১৩১ জন। অকৃতকার্য হয়েছে ৮৮ জন। পাশের হার ৫৯.৮১% ভাগ।
দনারাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১২৮ জন। পাশ করেছে ৯৮ জন। অকৃতকার্য হয়েছে ৩০ জন। পাশের হার ৭৬.৫৬% ভাগ।
জমিরুনন্নেছা একাডেমীর পরীক্ষার্থী ছিল ৮৬ জন, পাশ করেছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৫৩.৪৮% ভাগ।
ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১১৯জন, পাশ করেছে ৬৯ জন। অকৃতকার্য হয়েছে ৫০ জন। পাশের হার ৫৭.৯৮% ভাগ।