জনপ্রশাসন পদক পেলেন বিশ্বম্ভরপুরের ইউএনও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ১১:২১:৪৯ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ প্রদান করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদানের জন্য মনোনীত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক গ্রহণ করেন।
এ উপলক্ষে বিশ্বম্ভরপুর অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সরাসরি প্রধানমন্ত্রী কর্তৃক পদক প্রদান অনুষ্ঠানটি বিটিভি থেকে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে প্রদর্শন করা হয়। এসময় উপজেলার জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী সহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি উপভোগ করেন।