লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ১২:১৪:১২ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির ১৬তম সভা গতকাল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর সভাপতিত্বে সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটের চূড়ান্ত অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অর্থ কমিটির সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য আব্দুল হাই, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, উপাচার্য মনোনীত সদস্য ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম এবং লিডিং ইউনিভার্সিটির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ও অর্থ কমিটির সদস্য সচিব মোহাম্মদ কবির আহমেদ।