মোহাম্মদ ইব্রাহিম আজীবন মানুষের কল্যাণের রাজনীতি করেছেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ১২:১৬:৫৫ অপরাহ্ন
শোক সভায় এডভোকেট মো নাসির খান
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো নাসির উদ্দিন খান বলেছেন, সদ্য প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম সুন্দর সমাজ বিনির্মাণের রাজনীতি করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। আমাদের অভিভাবক নন রাজনীতির আদর্শও বটে। তার রাজনীতি আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। কারণ তিনি জনগণের কল্যাণের রাজনীতি করেছেন। সমাজের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।
সোমবার ৩১ জুলাই তোয়াকুল কলেজের আয়োজনে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মিশন ও ভিশন স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছেন; বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম এর মত রাজনীতিবিদরাই এর ভিত্তি তৈরি করে গেছেন। যার বাস্তবায়ন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, আধুনিক রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা অপরিহার্য। সুন্দর সমাজ বিনির্মাণে রাজনীতিকে বাদ দিয়ে আধুনিক রাষ্ট্রের কল্পনা করা যায় না।
তিনি বলেন, মোহাম্মদ ইব্রাহিম শুধু উপজেলা আওয়ামী লীগের অভিভাবক ছিলেন না,আমাদের জেলা আওয়ামী লীগের অভিভাবক ও মুরব্বী ছিলেন। তাই, আমাদের রাজনীতির আদর্শ হোক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম এর মত। তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন।
তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক শিব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাপ মিয়া, উপজেলা, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, তোয়াকুল ইউপি আওয়ামী লীগের সভাপতি মনজির আহমদ চৌধুরী, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, তোয়াকুল কলেজ গভর্নিং বডির সদস্য সিরাজুল ইসলাম ও শামসুদ্দিন আল আজাদ, মরহুম ইব্রাহিমের পুত্র প্রভাষক রেদোয়ান আহমদ তামিম, ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন ও মো লোকমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন।
উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক সমীর চন্দ্র দাস, আফাজ উদ্দিন, রেজাউল ইসলাম আসাদুজ্জামান,শিব্বির আহমদ,নুরুজ্জামান ইমন ও অর্জুন বিশ্বাস। পরে দোয়া পরিচালনা করেন তোয়াকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্কর।