জগন্নাথপুর পৌরসভার ৯০ কোটি টাকার বাজেট ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ১:০৮:৪২ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌর পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থ বছরের ৯০ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আক্তার হোসেন।
বাজেটের ৯০ কোটি ৮২ লাখ টাকার মধ্যে রাজস্ব আয় ধরা হয় দুই কোটি ৩২ লাখ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৮ কোটি ৫০ লাখ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় দুই কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ৮৮ কোটি ৫০ লাখ টাকা। সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯ লাখ ২০ হাজার টাকা।
মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও পৌর সভার প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হেলাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান, সাংবাদিক আব্দুল হাই, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর শফিকুল হক, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ প্রমুখ।