শুরু হলো শোকের মাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ১:১৯:২৮ অপরাহ্ন
সৎ স্বভাব ও সুন্দর আচরণই পুণ্য, আর যে বিষয় সম্পর্কে তোমার মনে দ্বিধা জাগে এবং লোকসমাজে যা প্রকাশ হওয়া তুমি অপছন্দ করো, তা-ই পাপ । -আল-হাদিস
বাঙালির শোকের মাস আগস্ট শুরু হলো আজ। শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকা-। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতাবিরোধি দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
আগস্ট এলে শোকে কাতর হয় বাঙালি জাতি। প্রতিটি দেশপ্রেমিক, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। চিরঘৃণিত দেশদ্রোহি খুনিচক্রের বিরুদ্ধে অবিরত ধিক্কার জানানোর মাস আগস্ট। পঁচাত্তরের ১৫ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকা-ের কালিমালিপ্ত বেদনাবিধুর দিন। সেই কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্য। এঁরা হচ্ছেন-বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, সদ্য বিবাহিত পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারি। খুনিচক্র এই বর্বরতম হত্যাকা- সংঘটিত করেই ক্ষান্ত হয় নি, তারা বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। বিচারহীনতার মধ্যে কাটাতে হয ২১ বছর। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কূখ্যাত ইনডেমনিটি আইন বাতিল করে ১৫ই আগস্ট হত্যাকা-ের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে। কলংকমুক্ত হয় জাতি।
খুনিরা বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারে নি মুজিবের নাম। কারণ, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু চিরঞ্জীবী, তাঁর চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন তিনি মুজিবাদর্শে শাণিত বাংলার আকাশ-বাতাস জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশি চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। আগস্ট মাস এলেই বাঙালি মাসব্যাপি নানা কর্মসূচি পালন করে।