এবারও সুনামগঞ্জের সেরা প্রতিষ্ঠান সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩, ৫:১৫:৩৫ অপরাহ্ন
জাউয়া বাজার ( ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা: এসএসসিতে তৃতীয়বারের মতো সুনামগঞ্জের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে জাউয়া সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ। এবারের পরীক্ষায় এ প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে ৩৫ জন জিপিএ-৫, ৩৪ জন এ, ও ৬ টি এ মাইনাস পেয়েছে। মোট শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ শতাংশ।
ছাতকের জাউয়ার সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে পরিচালিত এ প্রতিষ্ঠানটি সেরা ফলাফল অর্জন করায় ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দনজ্ঞাপনকারীরা হলেন- ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু শাহাদাত মোঃ লাহিন, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান নাসিম হোসাইন ও জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হক। বিদ্যালয়টি ভবিষ্যতে তাদের শতভাগ ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।