সাংবাদিক এনামুল হক রেনু’র যমজ ছেলে-মেয়ের কৃতিত্ব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩, ৬:০৫:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু ও গৃহিণী রাহিমা হক হেনা দম্পতিরযমজ দুই সন্তান এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। ছেলে এহসানুল হক অভি জিপিএ-৫ ও মেয়ে সানজিদা হক এশা ‘এ- মাইনাস’ পেয়েছে। তারা নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে এ ফলাফল অর্জন করে। এর আগে পিএসসি ও জেএসসি পরীক্ষায়ও এহসানুল হক অভি জিপিএ-৫ এবং সানজিদা হক এশা ‘এ’ গ্রেড পেয়েছিল। ভবিষ্যতেও আরো ভালো ফলাফলের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।