‘নাশকতার পরিকল্পনা করতে টাঙ্গুয়ার হাওর কেন যেতে হবে?’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩, ৫:০৪:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থীকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
তারা বলেছেন, ‘আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে আমাদের সন্তানেরা জড়িত নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, তারা সাধারণ শিক্ষার্থী মাত্র। কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর মামলা সাজানো হলো, তা আমাদের বোধগম্য নয়।’ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন গ্রেপ্তার শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মামলা দায়ের প্রসঙ্গে অভিভাবকরা প্রশ্ন তোলেন, ‘নাশকতার পরিকল্পনা করতে টাঙ্গুয়ার হাওর কেন যেতে হবে?’
তাদের দাবি, আটককৃত শিক্ষার্থীরা তাদের আইনজীবীদের জানিয়েছেন, মামলা দেয়ার জন্য পুলিশ নিজেরাই নানাকিছু সংগ্রহ করে তাদের কাছে পাওয়া গেছে বলে ‘জব্দ’ হিসেবে দেখিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেপ্তার বুয়েট ছাত্র আলী আয়াম্মর মুয়াজের বড় ভাই আলি আহসান জুনায়েদ। এসময় সেখানে আবরার মুহতাদিরের মা ওয়াহিদা নাসরিন, হাইসান বিন মাহবুবের মা ফাতেমা বেগম, আফিফ আনওয়ারের বাবা আনোয়ারুল হক, সাকিব শাহরিয়ারের বাবা জামাল উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলি আহসান জুনায়েদ ছাড়া সংবাদ সম্মেলনে আর কোনো অভিভাবক কথা বলেননি। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সন্তানেরা ছোটবেলা থেকে মেধাবী ছাত্র। ভালো সন্তান হিসেবে আমরা তাদের ব্যাপারে গর্ব করি। ছোটবেলা থেকেই তাদের পড়ালেখার প্রতি ঝোঁক ছিল; রাজনীতিসহ এ জাতীয় কোনো কাজের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল না কখনোই। উপরন্তু, বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ায় আমরা সর্বদাই তাদের এ ব্যাপারে সাবধান করে গিয়েছি এবং তারাও রাজনীতিমুক্ত হিসেবেই ছিল। অতএব, তারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত- এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, টাঙ্গুয়ার হাওরে গিয়ে কেউ নাশকতার পরিকল্পনা করবে, এমন অভিযোগও হাস্যকর। জব্দকৃত মালামাল হিসেবে কতগুলো জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধারের যে প্রসঙ্গ অবতারণা করা হয়েছে, এটি অত্যন্ত হাস্যকর এবং পরিষ্কারভাবে বানোয়াট বিষয়।’