পালইছড়া-বাঘমারা রাস্তার বেহাল দশা আছে আশ্বাস, নেই বাস্তবায়ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩, ৫:০৭:৪৬ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে তাজুল ইসলাম : দোয়ারাবাজারে পালইছড়া-বাঘমারা রাস্তার মাত্র তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। হেমন্তে যেমন তেমন, বর্ষাকালে একটুখানি বৃষ্টিতেই কাদামাটির আস্তরণ পড়ে। রাস্তা দেখলে মনে হবে যেন, এখনই ধান রোপণ করা যাবে।
এ অবস্থায় যান চলাচল করা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল। তবুও বাধ্য হয়েই ওই রাস্তায় চলাচল করছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকুরিজীবীসহ ভুক্তভোগীরা। দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানান এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া, বাঘমারা ও বিখারগাঁও গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি বাংলাবাজার-পাইকপাড়া সড়ক থেকে পালইছড়া হয়ে বাঘমারা-পাইকপাড়া রাস্তার ধরমপুর মসজিদের সামনে মিলিত হয়েছে। কর্দমাক্ত ও পিচ্ছিল কাঁচা রাস্তাজুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ থাকায় খালি পায়ে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা। কিন্তু জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ভ্যানগাড়িকে খানাখন্দে আটকা পড়তে দেখা যায়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরসহ এলাকার বিভিন্ন হাট-বাজারে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র ভরসা কাঁচা রাস্তাটি। কিন্তু মাত্র ৩ কিলোমিটার রাস্তা পাকা না হওয়াতে চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বছরের পর বছর এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধির কাছে আবেদন জানালেও কোনো ফল হয়নি। তাই ,আবারো জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী মো. মনছুরুল হক মুঠোফোনে জানান, রাস্তার অবস্থা খোঁজ নিয়ে দেখবো।