নগরীর ৭ জায়গায় এডিস মশার লার্ভার সন্ধান ॥ জরিমানা আদায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩, ৫:১২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর অভিযানে নগরীর ৭ জায়গায় ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার সন্ধান মিলেছে। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়ি রয়েছে। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভবন মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিসিক এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (সিএইচও) ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা সিলেটে ডেঙ্গু রোগী বাড়ার কথা জানিয়েছেন। এ নিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্কও রয়েছে। এ অবস্থায় নগরীর কোথাও পানি জমিয়ে না রাখতে সিসিক কর্তৃপক্ষ বার বার সতর্ক করলেও অনেকের মাঝে অসচেতনতা কাজ করছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে অভিযানে নামে সিসিক। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সিসিকের টিম এডিস মশার লার্ভা অনুসন্ধান শুরু করে। দুপুরের দিকে নগরীর মদিনা মার্কেট, কালিবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়িতে লার্ভা পাওয়া যায়। পরে লার্ভাগুলো ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিকদের মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার করে ৩০ হাজার, নির্মাণাধীন ভবনে ৫ হাজার ও ৩টি বাসাবাড়িতে ৩ হাজার টাকা করে ৯ হাজার- এই মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সিএইচও। এর আগে গত ২৫ জুলাই একযোগে সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে। অভিযানে মহানগরীর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় ৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই বিকেলে সিটি কর্পোরেশনের হলরুমে সংবাদ সম্মেলন করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটি করর্পোরেশন এলাকায় বাসাবাড়ি-দোকানপাট, আঙিনা কিংবা কারো স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক তাদের জরিমানা করা হবে। এ লক্ষ্যে সিসিকের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মাঠে কাজ করবেন বলেও ঘোষণা দেন মেয়র।