দিনে মৃত্যু ৪৪২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ২:১৫:৫৬ অপরাহ্ন
মিথ্যাবাদির শাস্তি এই নয় যে, তাকে কেউ বিশ্বাস করে না, সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। -জর্জ বার্নার্ড শ।
তামাক ব্যবহারজনিত বিভিন্ন অসুস্থতায় দেশে প্রতিদিন গড়ে ৪৪২জন মানুষ মারা যায়। জনস্বাস্থ্য সুরক্ষায় ও তামাকজনিত মৃত্যু ঠেকাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি। রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে একথা বলেছেন বিশেষজ্ঞগণ। তারা বলেন, আইন সংশোধনে যত দেরি হবে, তামাকজনিত মৃত্যু ততই বাড়তে থাকবে।
তামাক ও ধূমপানের ক্ষতি নিয়ে নতুন করে বলার প্রয়েজন নেই। তামাক হচ্ছে আমাদের দেশে জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। বিশেষজ্ঞদের মতে- ধূমপানের জন্য প্রতিদিন মানুষের ১৪ মিনিট করে আয়ু কমতে থাকে। ধূমপানের বিরুদ্ধে নানান কর্মতৎপরতা অব্যাহত আছে। এব্যাপারে আইনও আছে। কিন্তু একেতো আইনে রয়েছে ত্রুটি তার ওপর আইনটি কার্যকর নেই বললেই চলে। তামাকের বিরুদ্ধে সরকার ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে। এর ভিত্তিতে ২০০৫ সালে প্রণয়ন করা হয় তামাক নিয়ন্ত্রণ আইন। ২০১৩ সালের আইনটি সংশোধিত আকারে পাস হয়। ২০১৫ সালে প্রণীত হয় সংশোধিত আইনের আলোকে তামাক নিয়ন্ত্রণ বিধিমালা। এই আইন ও বিধিমালায় নারী-শিশুসহ সব অধূমপায়িকে পরোক্ষ ধূমপানের কবল থেকে রক্ষায় বিষয়টি ওঠে এসেছে। এতে ‘পাবলিক প্লেস’ ও ‘পাবলিক পরিবহনে’ ধূমপান সম্পূর্ণভাবে
নিষিদ্ধ করা হয়। কিন্তু গণপরিবহনে ধূমপান কিছুটা বন্ধ হলেও পাবলিক প্লেসে ধূমপায়িরা আরও বেপরোয়া হচ্ছে দিন দিন। তাছাড়া, আইনে ‘ধূমপানের জন্য নির্ধারিত এলাকা’ রাখার মতো একটা আত্মঘাতি বিধান রাখা হয়েছে। এতে মূলত পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে অধূমপায়িরা।বিশেষজ্ঞগণ বিদ্যমান আইনের ‘ধূমপানের জন্য নির্ধারিত এলাকা’ রাখার বিধান বাতিল করার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, তরুণদের সুরক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিক্রয়স্থলে তামাকপণ্যের প্যাকেট প্রদর্শন নিষিদ্ধ করা জরুরি। সেইসঙ্গেই-সিগারেট থেকেও তরুণদের রক্ষা করতে হবে।
সরকার ধূমপানমুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।কিন্তু সেই লক্ষ অর্জন অনেকটাই দূরূহ বলে বিশেষজ্ঞগণ বলছেন।অন্তত ধূমপানবিরোধি কার্যক্রমের কৌশল পরিবর্তন না করলে কোন সফলতা আসবে না। ‘ধূমপানের জন্য নির্ধারিত এলাকা’ বাতিলের পাশাপাশি তামাকজাত দ্রব্য বিক্রয়কারি প্রতিষ্ঠানগুলোর প্ররোচনায় দেশের বিভিন্ন স্থানে কৃষিজমিতে তামাক চাষ প্রক্রিয়া বন্ধ করতে হবে।