সৈয়দ কাওসারের ‘অতীতের দিনগুলি’ গ্রন্থের প্রকাশনা
‘লেখকদের পৃষ্ঠপোষকতা করলে মননশীলতা সমৃৃদ্ধ হয়’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ৩:২১:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সাংবাদিক সৈয়দ কাওসারের প্রথম গ্রন্থ ‘অতীতের দিনগুলি’র প্রকাশনা অনুষ্ঠান গত ২৯ জুলাই জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক লে: কর্নেল (অব:) সৈয়দ আলী আহমদ। মাদরাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতীতের দিনগুলি গ্রন্থের লেখক সাংবাদিক সৈয়দ কাওসার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র সাব এডিটর বিশিষ্ট কবি আবদুস সবুর মাখন, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রহমান, বিশিষ্ট কবি সৈয়দ ওবায়দুল হক মছনু, কবি দিলওয়ার পরিষদের সাধারণ সম্পাদক কবি আব্দুল হাদি তুহিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক চৌধুরী আমিরুল হোসেন। মাদরাসার প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দ মাওলানা আমিরুল ইসলাম, ইউনিয়ন সদস্য সৈয়দ তানভীর মুরাদ, সৈয়দ হিলাল আহমদ, সৈয়দ তানিন আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ।
বক্তারা বলেন, বিভিন্ন অঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে লালন করার মাধ্যমেই আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। বক্তারা প্রাচীন জনপদ সৈয়দপুরের কৃষ্টি সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সৈয়দ কাওসারের মতো লেখকদের পৃষ্ঠপোষকতা করলে আামাদের মননশীলতার চর্চা আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, প্রভাষক এ ডি এম ফখর উদ্দিন, প্রভাষক আজমান আলী, প্রভাষক মোঃ খাদীমুল বাশীর মিঞা, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, সৈয়দ শাহ শামছুদ্দিন রহ. দারুল হাদীস মাদরাসার মুহতামীম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাধারণ পাঠাগার সৈয়দপুরের পরিচালক মোঃ নূরুজ্জামান, মাওলানা সৈয়দ আশফাক হোসেন চৌধুরী, মাওলানা সৈয়দ সাইফুদ্দীন, মাওলানা সৈয়দ মাকসুদ আলী, হাফিজ সৈয়দ আবসার আহমদ, মাওলানা সৈয়দ মনিরুল ইসলাম, সাংবাদিক মো: হুমায়ুন কবির প্রমুখ।