জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ
‘তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে রায় জনগণ প্রত্যাখ্যান করেছে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ৩:৩২:০৯ অপরাহ্ন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের প্রতিবাদে সিলেট নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর চৌহাট্টা সংলগ্ন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এবং মহানগরীর ২৭ টি ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ নেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামিম। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিএনপির এক দফার চলমান আন্দোলনকে সরকার ভয় পেয়েছে। বিএনপির ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। ‘সাজানো
মামলায় ফরমায়েসী রায়ে’ বিএনপির চলমান আন্দোলন দমন করা যাবে না। জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের মসনদ ভেঙ্গে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। রায় প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সাজা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল বাহার চৌধুরী, এ কে এম তারেক কালাম, সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আনোয়ার হোসেন মানিক, সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমদ মাসুক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম নাচন, মকসুদ আহমেদ, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মির্জা সম্রাট, আফসর খান, মোঃ লুৎফুর রহমান মোহন, সুয়াইব আহমদ শোয়েব, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু, নাদির খান, আব্দুর রহিম মল্লিক, সবুর আহমদ, আব্দুস সামাদ তুহেল, আজিজুল হোসেন আজিজ, মাসুম রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, সুদীপ জ্যোতি এষ, দেলোয়ার হোসেন দিনার. শাহীন আলম জয়, ওবায়দুর রহমান ফাহমি, নাজিম উদ্দিন পান্না, সুমেল আহমদ চৌধুরী, এড. নজরুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, ফয়েজ উদ্দিন মোরাদ, সৈয়দ রহিম আলী রাসু প্রমুখ। বিজ্ঞপ্তি
জেলা স্বেচ্ছাসেবক দল ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে ‘ফরমায়েশী সাজা’র প্রতিবাদে নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজারস্থ তাঁতিপাড়া গলির মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদের পরিচালনায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মো: নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রজব আহমদ, আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, আশিক মিয়া, আমজাদ হোসেন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই প্রমুখ।