রাহুল সফল উদ্যোক্তা হতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ৪:২৩:৩৫ অপরাহ্ন
রাহুল রায় এবারের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ৮-৯ ঘণ্টা পড়ালেখা করে বিষয়ভিত্তিক মোট ১৩০০ মার্কস এর মধ্যে ১২১২ মার্কস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। নগরীর করেরপাড়া নিবাসী দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র সম্পাদনা সহকারী বনবীর রায় ও গৃহিণী কলি দাসের একমাত্র পুত্র সে। তার এই কৃতিত্বের জন্য সৃষ্টিকর্তার পরে মা-বাবা ও বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে সে একজন সফল উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে চায়। সে শুভাকাক্সক্ষী সহ সকলের আশীর্বাদ ও দোয়াপ্রার্থী।-বিজ্ঞপ্তি