নিজেদের প্রয়োজনেই বৃক্ষরোপণ করতে হবে —–শফিকুর রহমান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:৫২:১৭ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ও আমাদের নিজেদের প্রয়োজনেই বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। জলবায়ু পরিবর্তন হয়ে পরিবেশ দূষিত হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে নানা প্রাকৃতিক দুর্যোগ ।
বিশ্ব জলবায়ু পরিস্থিতি স্বাভাবিক করতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র মতো তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের উপরে গুরুত্ব আরোপ করেছেন।’ তিনি গতকাল বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ১ হাজার চারা বিতরণ করা হয়। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।