মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক সেমিনারে বক্তারা
শিশুর অপুষ্টির ভিত তৈরী হয় জন্মের ১০০ দিনের মধ্যে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৫:০৩:২৭ অপরাহ্ন
দেশের উন্নয়ন যাত্রায় ইমামদের ভূমিকা রাখতে হবে ॥ বিভাগীয় কমিশনার
স্টাফ রিপোর্টার ॥ মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে সিলেটে আলেম-উলামার করণীয় শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, শিশুর অপুষ্টির ভিত তৈরী হয় জন্মের ১০০ দিনের মধ্যে। এজন্য কমপক্ষে জন্মের ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়াতে হবে। আর এক্ষেত্রে সচেতনতা তৈরী করতে ভূমিকা রাখতে পারেন মসজিদের ইমামরা।
গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিলেট এরিয়া অফিস আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এ কমর্শালায় প্রধান অতিথি ছিলেন-সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট-এর পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তৌসিফ আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মহি উদ্দিনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন-ওয়ার্ল্ড ভিশনের সিলেট এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট কার্যালয়ের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পবিত্র কুরআন মজিদে মায়ের সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়েছে। শিশুদের যতেœর নিদর্শন রেখেছেন হযরত মোহাম্মদ (স:) নিজে। তিনি বলেন, কুরআনের নির্দশনা মেনে চলার মধ্যে শান্তি ও কল্যাণ নিহিত। পবিত্র আল-কুরআনে মহিলাদের মর্যাদা সমুন্নত রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলন, সন্তানের পরিচর্যার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচাইতে বেশী। তিনি বলেন, মায়ের সম্মান সমাজে প্রতিষ্ঠিত হলে ছেলেদের অধিকারও প্রতিষ্ঠিত হয়।
আলেম ওলামা ও মসজিদের ইমামগণ মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে ভালো ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে তিনি বলেন, নারী পুরুষ সকলের মর্যাদা রক্ষায় ইমামদের দায়িত্ব অনেক। বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের এই অভূতপূর্ব উন্নয়ন যাত্রায় ইমামদেরও ভূমিকা রাখতে হবে।