ছাতকে মুহিবুর রহমান মানিক
গ্রামকে শহরে রূপান্তরে কাজ করছে সরকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৫:০৮:৫২ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। কৃষিনির্ভর এ দেশে অধিক ফসল ফলানোর জন্য ভর্তুকী দিয়ে কৃষকদের হাতে অত্যাধুনিক কৃষি যন্ত্র তুলে দেয়া হচ্ছে। আমিষের চাহিদা পূরণে খামারী সহ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গরু, ছাগল, হাঁস-মুরগি বিতরণ করা হচ্ছে। শেখ হাসিনার সরকার গ্রামকে শহরে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দেশরতœ শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
’ হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাতকে সুফলভোগী খামারীদের মাঝে ছাগল, হাঁস ও দানাদার খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ছাতক সরকারী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, এডভোকেট সুফি আলম সোহেল, প্রভাষক আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি ফয়ছল আহমদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভেটেরিনারি সার্জন ইমান আল হোসাইন। এ সময় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউপি সদস্য সমরুজ আলী, সুরেতাজ মিয়া, খছরু আহমদ, সাবেক মেম্বার ফজলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার ৫০ জন খামারিদের মাঝে ২ টি করে ছাগল, ৩০ জনের মধ্যে ২ টি করে হাঁস ও ৫০০ বস্তা দানাদার পশু খাদ্য বিতরণ করা হয়। উপজেলার ১ হাজার ৬ শত উপকারভোগীদের মধ্যে যথাক্রমে ছাগল, হাঁস, মোরগ, ওষুধ, ৯ শত হাঁস-মোরগের ঘর ও দানাদার খাদ্য বিতরণ করা হবে।