গোলাপগঞ্জে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিষ্ঠার সাথে কাজ করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৫:২৮:০৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে হবে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের সেবার মান উন্নত করতে হবে। জনগণকে দ্রুত সময়ের ভিতরে সেবা প্রদান করতে হবে। তিনি সকলকে দায়িত্বের প্রতি আরো যতœশীল হওয়ার আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সার্কেল) সুদীপ দাশ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা কৃষি অফিসার মো. মাশরেফুল আলম, সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকু, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হুসাইন, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সাংবাদিক অজামিল চন্দ নাথ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংবাদিক সৈয়দ রাসেল আহমদ, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মঞ্জিল আহমদ, আলী হোসেন সহ উপজেলার বিভিন্ন সুধীজন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে বিভাগীয় কমিশনার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুরস্থ আশ্রয়ন প্রকল্প এবং ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন।