নৃশংসতা ॥ কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে প্রাণ হারালেন ২ গৃহবধু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:১৩:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে নৃশংসতায় দুই গৃহবধূ প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সংঘটিত পৃথক ঘটনায় একজন আটক হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কোম্পানীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কোম্পানীগঞ্জে বসতঘর থেকে ছালেখা (৫২) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছালেখা কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের মৃত আব্দুল মনাফের মেয়ে। ছালেখার স্বামী আব্দুর রউফ প্রায় দেড় বছর আগে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছে। এরপর থেকে তিনি নিজ ঘরে একা থাকতেন।
গ্রামের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে প্রতিবেশীরা তার ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ছালেখার রক্তাক্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ভাই আব্দুল খালিক জানান, খবর পেয়ে বতুমারা থেকে এসে দেখি মেঝেতে লাশ পড়ে রয়েছে। ছালেখার দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আব্দুস সামাদ (২৫) ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে। ছোট ছেলে মুস্তাকিম (১৪) সিলেটের কুমারপাড়ার একটি বাসায় কাজ করে। বড় মেয়ে কুটিলা বেগমের বিয়ে হয়েছে চট্টগ্রামে। অন্য তিন মেয়ে নাছিমা, মাছুমা ও তাছলিমা ঢাকা শহরের বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি হত্যাকান্ড। ঘটনাটি রাতের যেকোনো সময় ঘটে থাকতে পারে। কখন ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোয়াইনঘাটে যুবকের দা’য়ের কোপে আয়শা সিদ্দিকা জুলি ওরফে জরিনা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছিদ্দিকুর রহমান (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।
নিহত আয়শা সিদ্দিকা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মো. আবু হাসানের স্ত্রী। আয়শা তার স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন আগে তিনি উত্তর প্রতাপপুর এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, গতকাল সকালে আয়েশা সিদ্দিকা বাড়ির পাশে ছিল। এ সময় ছিদ্দিকুর রহমান সেখানে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছিদ্দিকুর রহমান ধারালো অস্ত্র দিয়ে আয়শাকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আয়শাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে। এছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তÍুতি চলছে।