ভোগান্তি কমাতে শাবিতে কিলোরোড সংস্কার কাজ উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:১৫:২৮ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : যাতায়াত ভোগান্তি দূরীকরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে কিলোরোড সংস্কারের কাজ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ কাজের উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, গত বছরের বন্যায় রাস্তা ভাঙনের সূচনা হয়। পরবর্তীতে ধীরে ধীরে রাস্তার গর্তগুলো বড় হয়ে গাড়ি দিয়ে যাতায়াত করা দূর্বিষহ হয়ে ওঠে যাত্রীদের জন্য। অটো চালানোও কঠিন হয়ে পড়ে চালকদের জন্য। এ নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থী ও অটোচালকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কিলোরোড সংস্কার কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।
সরেজমিন দেখা যায়, কিলোরোডে যেসব জায়াগায় রাস্তা ভেঙে গেছে; সেসব জায়গা খুঁড়ে গর্ত করা হচ্ছে। পরবর্তীতে এসব গর্ত ভরাট করে নতুন করে ঢালাই দেওয়া হচ্ছে। উদ্বোধনকালে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সকলকে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কিলোরোড সংস্কার হলে আমাদের যাতায়াত করতে আর সমস্যায় পড়তে হবে না। পর্যায়ক্রমে কিলোরোডসহ পুরো ক্যাম্পাসে রাস্তা সংস্কার করা হবে। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের প্রধান, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।