শেখ কামালের জন্মবার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থার কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:১৬:৩৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। কর্মসূচির মধ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সিলেটের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।