ওসমানীনগরে সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:১৭:৪৭ অপরাহ্ন

ওসমানীনগর(সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয়ের সীমানার জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ব্যবহৃত গুলিসহ দেশীয় তৈরি পাইপগান ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার মধ্য রাতে অভিযান চালিয়ে উপজেলার হামতনপুর গ্রামের মতিউর রহমানের বসত ঘরের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানকালে সংঘর্ষের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি অস্ত্র মামলা ও মারামারি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার উমরপুর ইউনিয়নের হামতনপুর গ্রামের সুন্দর মিয়ার ছেলে সিতু মিয়া(৪৫), গয়াছ মিয়া ওরফে ময়নুল ইসলাম ওরফে জানু(৩৫), আনোয়ার মিয়ার ছেলে তানবির মিয়া(৩০), আনছর মিয়ার ছেলে আরিফ মিয়া(২৫), হামদু মিয়ার ছেলে রুবেন মিয়া(৪০) ও রফাত উল্লার ছেলে রোমান আলী ওরফে তোরন মিয়া(৫০)। আটকতদের মারামারি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, গত বুধবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনার পর বুধবার রাতে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানা পুলিশ। অভিযানকালে মতিউর রহমানের ঘরের পাশ থেকে সংঘর্ষে ব্যবহৃত গুলিসহ দেশীয় তৈরি পাইপ গান, রামদা, লোহার পাইপ ও চাপাতি উদ্ধার করে পুলিশ।
অভিযানকালে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ ব্যক্তিকে আটক করা হয়। তবে ঘটনার মূলহোতা মতিউর রহমান পলাতক রয়েছে। অস্ত্র উদ্ধার ও ৬ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, অস্ত্রধারী মতিউরকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার একটি অস্ত্র মামলা ও একটি মারামারির মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র মামলা নং-০৪, মারামারি মামলা নং-০৫।
এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন করেছেন হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শিবলু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মতিউর রহমানরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সীমানার জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের সীমানার বেড়া উঠিয়ে সেখানে ময়লার ট্যাঙ্ক স্থাপন করে। এ বিষয় নিয়ে কথা বলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ বানোয়াট অভিযোগ করে। জায়গা দখলের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে আগামী ৭ আগস্ট ২পক্ষকে নিয়ে বসে সমাধান করার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। কিন্তু এর আগেই বুধবার দুপুরে মতিউর ফেইসবুক লাইভে এসে হুমকি দিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিদ্যালয়ের সামনে চলে আসে। এর প্রতিবাদ করলে মতিউর ও সঙ্গীরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র দিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে।
সংবাদ সম্মেলনে উশৃঙ্খল মতিউর ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হামতনপুর গ্রামের অজিত সূত্রধর, আবদুল হামিদ, আনর আলী, হারুন মিয়া, মিলন মিয়া, হেমেন্দ্র সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।