যাদুকাটা নদীতে বালুভর্তি ৫টি নৌকা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:১৯:২৫ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে বালুভর্তি ৫টি নৌকা (স্টিলবডি) আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুপ্রভাত চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চক্র যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলো এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বালি ভর্তি নৌকাগুলো আটক করা হয়েছে। নৌকায় থাকা বালি উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।