যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ ও কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:২১:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি সোবহানীঘাট ফিডারে আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাসমূহ হলো চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশ।
আগামীকাল শনিবার ১১ কেভি বোরহান উদ্দিন ফিডার ও ১১ কেভি মুক্তিরচক ফিডারে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের এলাকাসমূহ হলো মেন্দিবাগ, নোয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর ও এর আশপাশ।
আর ১১ কেভি মুক্তিরচক ফিডারের এলাকাসমূহ হলো মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও এর আশপাশ ।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে সিডিউল পরিবর্তন হতে পারে।