দোয়ারাবাজারে র্যাবের অভিযান
৪৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:২২:৪০ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪৯ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র্যাব। গত বুধবার রাতে উপজেলার বাংলাবাজারস্থ সবজির আড়ৎ সংলগ্ন জজ মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার গ্রামের মৃত এলাহি বক্সের পুত্র জজ মিয়া (৭০) এবং কিরণপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র আব্দুল কাদের (৩০)।
র্যাব সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার বাংলাবাজারস্থ সবজির আড়ৎ সংলগ্ন জজ মিয়ার বাড়িতে পৌঁছামাত্রই দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। পরে জজ মিয়ার গোয়ালঘর থেকে ৪৯ বস্তা (২৪৫০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মতিয়ার রহমান চিনিসহ দুজন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাইপথে বিভিন্ন বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।