দিরাইয়ে এসএসসিতে শহরের চেয়ে গ্রামের বিদ্যালয়ে পাশের হার বেশি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:২৪:১৮ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা ঃ এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বিদ্যালয়ের চেয়ে গ্রামের বিদ্যালয়গুলোর পাশের হার বেশি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা ও ৩টি ভোকেশনাল স্কুল থেকে ২ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৭৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন পরীক্ষার্থী
দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় দিরাই উপজেলা ২৩টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৬৫৯ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এর মাঝে ১ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছেন ৬৬ জন। পাশের হার ৭৩ দশমিক ৮৯ শতাংশ।
দাখিল পরীক্ষায় মোট ১৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পাশ করেছেন ১৪৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৭৯ দশমিক ৭৮ শতাংশ।
ভোকেশনাল থেকে পরীক্ষায় মোট ১৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পাশ করেছেন ১৩১ জন। পাশের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ।
উপজেলায় মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে প্রথম স্থানে দত্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় আর তৃতীয় স্থানে রয়েছে তাড়ল উচ্চ বিদ্যালয়।
এবারে দাখিল পরিক্ষায় প্রথম হাতিয়া পীর আকিলশাহ (রা) নেছারিয়া দাখিল মাদ্রাসা। ৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৪ জন পাশ করেছে। পাশের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ। দ্বিতীয় শামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০ জন পাশ করেছে। পাশের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। তৃতীয় হায়দারিয়া দাখিল মাদ্রাসা। ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩ জন পাশ করেছে। পাশের হার ৮৬ দশমিক ৬৬ শতাংশ।
এদিকে, উপজেলা পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ এর ভিত্তিতে প্রথম দিরাই উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজার রহমান জানান, গত বছরের ফলাফলের চেয়ে এবার মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ অনেকটা বেড়েছে। পাশের হারও বেড়েছে। পাশাপাশি দাখিল এবং ভোকেশনালেও বিগত বছরের চেয়ে পাশের হার বেশি।