হবিগঞ্জে রামপুরে খেলার মাঠ অবৈধ দখল মুক্ত ও সংস্কারের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৪:২৮:০৬ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জ শহরের উপকন্ঠে রামপুর গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠ অবৈধ দখল মুক্ত করে মাঠটি সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসী। এ প্রেক্ষিতে গত বুধবার বিকেলে খেলার মাঠটি পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. ইকরামুল ওয়াদুদের নেতৃত্বে রামপুর খেলার মাঠ পরিদর্শনে যান প্রতিনিধিদল।
এলাকাবাসী জানান, তারা প্রজন্ম পরম্পরায় এই মাঠে খেলাধুলা করেছেন। কিন্তু এলাকার একটি কুচক্রী মহল ভুয়া কাগজপত্র তৈরি করে মাঠটি দখল করে নিতে প্রচেষ্টা চালাচ্ছে। মাঠ রক্ষায় গ্রামের নবীন- প্রবীণ সকলেই ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলে ছিলেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, নির্বাহী সদস্য ও সাবেক পৌর কমিশনার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, সমাজকর্মী আব্দুর রকিব রনি, রিফাত আহমেদ দ্বীপ প্রমুখ।
গ্রামবাসীর পক্ষ থেকে প্রতিনিধি দলের কাছে মাঠের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সাবেক মেম্বার দয়াময় সূত্রধর, গীরিন্দ্র রায়, সুবল সূত্রধর, রবীন্দ্র সরকার, হিরেন্দ সরকার, নিশিকান্ত সরকার, সিকান্দর মিয়া, প্রবিন্দ সরকার, উত্তম রায়, হাজী রুবেল মিয়া, সেবলু মিয়া, ফরিদ আহমেদ, বিজয় রায়, সেকুল মিয়া, মানিক সূত্রধর, সুদিন্দ্র সূত্রধর, ফজলু মিয়া, স্বপন সূত্রধর, উজ্জ্বল মিয়া প্রমুখ।
বাপা প্রতিনিধিদলের মাঠ পরিদর্শনের খবর পেয়ে বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত হন। তারা আরো জানান, এই মাঠে ব্রিটিশ আমল থেকেই জাতীয় পর্যায়ের ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে বিভিন্ন টুনার্মেন্ট এবং স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।