সড়ক দুর্ঘটনা রোধে বিটিভিতে অনুষ্ঠান প্রয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ১১:৫২:৫১ অপরাহ্ন
ডা. এস.এম. আসাদুজ্জামান জুয়েল
‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী’ অথবা ‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’-এসব আপ্ত বাক্য গাড়ী বা যন্ত্রযানের গায়ে লেখা থাকলেও কতজন ড্রাইভারই বা তা মানে, দুর্ঘটনার হর-হামেশা চিত্রই তা বলে দেয়। দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে নানা অনিয়ম, অনভিজ্ঞতা ও আইন মেনে না চলার কারণে। প্রতিনিয়তই অন্তত কয়েকজন দুর্ঘটনা কবলিত রোগীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে, ক্যাজুয়ালটি বিভাগে এবং অর্থোপেডিক্স ও সার্জারী বিভাগে চিকিৎসা দিতে হয়। এতে অনেকেই অঙ্গহানি নিয়ে বা পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকেন, কেউবা ভাল হন অথবা অনেকেই মারা যান। এ ব্যাপারে এ প্রতিবেদক, বিশেজ্ঞ চিকিৎসক, যানবাহন বিশেষজ্ঞ, পরিবহণ বিশেষজ্ঞসহ
অনেকের সাথে আলাপকালে তারা সবাই একমত যে, অন্যান্য কারণ দুর্ঘটনার থাকলেও প্রধান কারণ হচ্ছে-গাড়ী চালনার নিয়মকানুন না জানা। তাই সরকার নিয়ন্ত্রিত জাতীয় টেলিভিশন “বাংলদেশ টেলিভিশন বা বিটিভি’তে যদি প্রতিদিন অন্ততঃ ১ঘন্টা বা দেড় ঘণ্টার জন্য গাড়ী চালনা বিষয়ক বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত অনুষ্ঠানে প্রচার করা হয়, তাহলে অনেকটা উন্নতি হতে পারে বলে তাঁরা মত প্রকাশ করেন। এতে বি.আর.টি-এর বিশেষজ্ঞগণও অংশ নিতে পারবেন। যেমনটি স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা কর্মসূচি বিষয়ক আলোচনা, সচেতনতামূলক বিজ্ঞাপন, টকশো ইত্যাদি প্রতিনিয়ত প্রচার হয়। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে দায়িত্ব নিয়ে বিশেষজ্ঞদের চিন্তা-চেতনার বাস্তবায়ন ঘটাতে পারলে নিশ্চয়ই জনগণ এ থেকে সুফল পাবেন এবং দুর্ঘটনা অনেকাংশেই কমবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
লেখক : সহকারী অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।