শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ এর উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৮:৪০:৩৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেটে সপ্তাহব্যাপী ‘‘শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩’’ এর উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এর জিমনেসিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রাসেল হাসান। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম মাসুম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এএসএম কাসেম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রোলার স্কেটিং ক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, রোলার স্কেটিং কোচ মোঃ আসিফ ইকবাল ও মোঃ নওসীফ হোসেন, অভিভাবক, খেলোয়াড়বৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেট জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫০জন বালক ও ৫০জন বালিকা অংশগ্রহণ করছেন।