শেইড ট্রাস্টের জীবিকা নির্বাহ প্রকল্প
সেলাই মেশিন পেলেন সিলেটের ২০ নারী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৯:২৫:১৩ অপরাহ্ন
মানুষকে সহযোগিতা করাই ট্রাস্টের লক্ষ্য : দিলওয়ার হোসাইন
ডাক ডেস্ক : সিলেট হেলথ ডেভেলপম্যান্টি এন্ড এডুকেশন ট্রাস্ট (শেইড) এর জীবিকা নির্বাহ প্রকল্পের আওতায় সেলাই মেশিন পেলেন সিলেটের ৮ উপজেলার ২০ নারী। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। সেলাই মেশিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন-সিলেট সদর উপজেলার ২ জন, বিশ্বনাথের ৩ জন, জৈন্তাপুরের ৩ জন, দক্ষিণ সুরমার ২ জন, ফেঞ্চুগঞ্জ ২ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কানাইঘাট ৩ জন এবং বালাগঞ্জে ১ জন।
এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর হাওয়াপাড়াস্থ আর্ক হোমসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও বিশিষ্ট আবাসন ব্যবসায়ী মুহাম্মদ দিলওয়ার হোসাইন। শেইডের ট্রাস্টি মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ট্রাস্টি মুহাম্মদ সুলতান আহমদ, মুহিবুর রহমান, হেলাল আহমদ ও নুরুল ইসলাম রূপন। শুরুতে কুরআন তেলাওয়াত করেন- শেইডের স্বেচ্ছাসেবী জাহিদ হোসেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, ট্রাস্টের জীবিকা নির্বাহ প্রকল্পের আওতায় সবমিলিয়ে সিলেটের ২শ’ পরিবারকে পুনর্বাসন করা হবে। মানুষকে সহযোগিতা করাই শেইড ট্রাস্টের অন্যতম উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, সেলাই মেশিন প্রাপ্ত নারীদের স্বাবলম্বী হতে প্রয়োজনে তাদেরকে কাপড় কিনে দেয়া হবে। তিনি ট্রাস্টের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, উচ্চ আদালতের কোম্পানী কোর্টের সিএস আরের আওতায় ট্রাস্টকে তিন লাখ টাকা প্রদান করা হয়। এ অর্থ দিয়ে সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ করা হবে।