বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী — হাবিবুর রহমান এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ৯:৩৪:১২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য এর সুফল ভোগ করছে দেশের জনগণ। স্থানীয় পর্যায়ে রাস্তাঘাটসহ সার্বিকক্ষেত্রে আশানুরূপ উন্নয়ন হয়েছে। অবশিষ্ট উন্নয়ন কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গতকাল শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি হাবিব মল্লিকপুর হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে শিগগির অনুদান বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম শাব্বির, উপজেলা তাঁতীলীগের আহবায়ক আতিকুর রহমান মিঠু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মেম্বার, সাধারণ সম্পাদক আল আমীন রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আমীন নিমু, সাবেক ছাত্রলীগ নেতা টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ।