নানা আয়োজনে ৭৪তম জন্মবার্ষিকী পালিত
শেখ কামাল ছিলেন বহু মাত্রিক প্রতিভার অধিকারী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৪:৩৩:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন বহু মাত্রিক প্রতিভার অধিকারী। তিনি ছিলেন দক্ষ ক্রীড়া সংগঠক ও সংস্কৃতিমনা একজন মানুষ। দেশের খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বিকাশে অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি আমাদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে জাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
গতকাল শনিবার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন।
বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তারুণ্যের দীপ্ত প্রতীক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চনাটক আন্দোলনের ক্ষেত্রে ছিলেন প্রথম সারির সংগঠক। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচন্ড উৎসাহ ছিল। তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, সাংস্কৃতিক কর্মকান্ড, খেলার মাঠ থেকে নাটকের মঞ্চস্থ সর্বত্র ছিল তার উজ্জ্বল উপস্থিতি। শেখ কামালের অকালমৃত্যুতে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তো বটেই, রাজনীতিতেও এক অসামান্য ও অপূরণীয় ক্ষতি সাধিত হয়।
সিলেট জেলা আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীনতাত্তোর বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
শোকাবহ আগস্ট মাস বিবেচনায় শহীদ শেখ কামাল এর জন্মদিন পালনে গতকাল শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) এর দরগাহ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
মিলাদ শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালসহ ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শাহাদাত বরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মিলাদ, দোয়া ও শিরণী বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
সিলেট মহানগর আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদের নিচ তলায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা জসিম উদ্দিন। কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, মো. আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, কানাই দত্ত, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আলী হোসেন আলম।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন- মুফতি আব্দুল খাবির, সাজোয়ান আহমদ, আব্দুস সালাম সাহেদ, মো. ছয়েফ খাঁন, আনোয়ার হোসেন আনার, সাধারণ সম্পাদকদের মধ্যে সোয়েব বাসিত, এমএ খান শাহীন, মো. বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, বদরুল ইসলাম প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ : দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে চন্ডিপুলস্থ স্থানীয় এমপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক হোসেন, আজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, শ্রম বিষয়ক সম্পাদক পংকী মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন দেবনাথ সাগর, সদস্য আলহাজ্ব মঈনুল ইসলাম, কয়ছর আহমদ, আমিরুল ইসলাম ওয়েছ, মহানগর আওয়ামী লীগ নেতা মুকির হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, যুবলীগ নেতা লোকমান আহমদ, জেলা যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, নাজিম উদ্দিন রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা তাঁতীলীগের সভাপতি রুহুল ইসলাম, সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন আহমদ, সাদিক আহমদ, উজ্জ্বল তলুকদার, আমান আহমদ চৌধুরী, জাকির হোসেন, ময়নুল ইসলাম, জুমায়েল আবেদিন, ছাত্রলীগ নেতা জামিল আহমদ পাবেল, আব্দুর রহমান, দুলাল আহমদ, সুরমান আহমদ, আবু মুসা তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমপি হাবিবুর রহমান হাবিব।
গোয়াইনঘাট : গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোয়াইনঘাট উপজেলায় নানা আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস মিয়া, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জামাল খান প্রমুখ।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোলাপগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাশরেফুল হক, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুর রহমান প্রমুখ।
সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন।
এছাড়া বিকেলে সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরী, ইউপি চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু ও তৈয়ফুর রহমান শাহীন, কৃষি অফিসার সুব্রত দেবনাথ, শিক্ষা অফিসার শফিক উদ্দীন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন ক্বারী ইকবাল হোসেন।
সুনামগঞ্জ ফাউন্ডেশন : তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী আটগাঁও মাহমুদপুর ইসলামিয়া আরবিয়া কওমি মাদ্রাসায় সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ভীমখালী আটগাঁও মাহমুদপুর ইসলামিয়া আরবিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য নগদ ১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
শান্তিগঞ্জ : শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, এসআই মোহন রায় প্রমুখ।
এদিকে, সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির উপজেলা শাখার সভাপতি মানিক লাল ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আফতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুলেমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাগরনী চক্র ফউন্ডেশনের আয়োজনে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। বিকেলে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়া, শেখ কামালের রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম, দোয়া ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ : নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। গতকাল শনিবার সকালে কর্মসূচির মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে ও উপজেলা পজীপ অফিসার শাকিল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) শাহিন দেলোয়ার, থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল প্রমুখ ।