কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবর্ধনা
দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকরা কাজ করছেন — এডভোকেট নাসির খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৪:৫২:০০ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, একটি আদর্শিক এবং দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এদেশের শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। এজন্য আমরা শিক্ষকদের সর্বোচ্চ সম্মান করি। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন। এই স্বাধীনতার মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
গতকাল শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সিলেট জেলার সভাপতি মো. বদরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুহিব উল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুকুল ইসলাম, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোছাম্মৎ পিয়ারা বেগম, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার, সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. আবদুল আলীম, কেন্দ্রীয় সহ-শিক্ষা সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় অনলাইন এনালিস্ট মুহাম্মদ ফজেল রাব্বি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের তিন ক্যাটারিতে বৃত্তি প্রদান করা হয়। টেলেন্টপুল, স্পেশাল গ্রেড, জেনারেল গ্রেডসহ মোট ৯৮ জন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি