দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৫:১৮:৪৯ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে মাহদি হাসান (১ বছর ৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের মুজাহিদুল ইসলামের শিশুপুত্র মাহদি হাসানের লাশ নিজ বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে মাহদি হাসান বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখ্ুঁজির পর সন্ধ্যায় নিজ বাড়ির সামনের পুকুরে তাকে ভাসতে দেখেন বাড়ির লোকজন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।