জেলা বিএনপি’র আলোচনা সভায় কাইয়ুম চৌধুরী
রিয়ার অ্যাডমিরাল এম.এ খান ছিলেন একজন নিখাঁদ দেশপ্রেমিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ৪:৫৫:৪৫ অপরাহ্ন

ডাক ডেস্ক ঃ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাবেক যোগাযোগ উপদেষ্টা, কৃষিমন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান কর্মগুণে ও চারিত্রিক মাধুয্যে আমাদের রাজনীতিতে নক্ষত্রের মতোই বিরাজ করছিলেন। তার অস্তিত্বজুড়ে ছিল যেমন অখ- কর্মপ্রেরণা, তেমনি ছিল সততা ও দেশপ্রেমের বিরল চেতনা। তিনি বলতেন, ‘সততা ছাড়া দেশপ্রেম মূল্যহীন, সততা নিয়েই দেশের জন্য কাজ করে যেতে হবে।’ আর এই কর্মগুণেই তিনি দেশের মানুষের অতি প্রিয় হয়ে উঠেছিলেন জীবনের শেষ দিনগুলোতে। সিলেটে একজন রতœগর্ভা সন্তান হিসাবে সিলেটবাসীর জন্য তার দরদ ছিল অপরিসীম। শুধু তাই নয় পারিবারিকভাবেও এই পরিবার সিলেটের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। সর্বোপরি তিনি ছিলেন একজন নিখাঁদ দেশপ্রেমিক।
গতকাল রোববার দুপুরে নৌবাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী, সিলেটের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় তাঁর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এর পর সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক, হাজী শাহাব উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ (চেয়ারম্যান), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এড. আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, নিজাম উদ্দিন তরফদার, কোহিনুর আহমদ, আবুল কাশেম, রফিকুল ইসলাম শাহপরান, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, এড. আল আসলাম মুমিনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।