ফেঞ্চুগঞ্জে জেলা প্রশাসক
যুব সমাজকে আলোর পথ দেখাতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ৪:৫৯:৫৯ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নয়নশীল, সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আজকের যুব সমাজকে আলোর পথ দেখাতে হবে। বিদ্যুতের ঘাটতি পূরণে সরকার কাজ করে যাচ্ছে। অচিরেই দেশে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে চলে আসবে।
তিনি গতকাল রোববার ফেঞ্চুগঞ্জে বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক প্রত্যেক সরকারি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করে মানুষকে কাঙ্খিত সেবা দেবার পরামর্শ দেন। এর মধ্য দিয়ে জাতির জনকের কাঙ্খিত সোনার বাংলা গঠন সম্ভব হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু, চেয়ারম্যান আহমেদ জিলু, চেয়ারম্যান আবজাল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতাহার, উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ, শিক্ষা অফিসার শফিক উদ্দীন, মেডিকেল অফিসার ডা: সাব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, পল্লী বিদ্যুতের পরিচালক আব্দুল হাই নন্না প্রমুখ।