সিলেট-ঢাকা মহাসড়কে দুটি দুর্ঘটনা
ওসমানীনগরে ফ্রেশ কোম্পানীর কর্মীর মৃত্যু মাধবপুরে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১:০৯:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ফ্রেশ কোম্পানীর কর্মী আব্দুল হালিম মজুমদার (৩৭)-এর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমের বাড়ি ফেনীর পরশুরাম জেলার কুন্ডেরপাড় গ্রামে। তার বাবার নাম ছালেহ আহমদ মজুমদার।
হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ শহীদুল্লাহ সিলেটের ডাককে জানান, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে প্রথমে একটি বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী হালিমের মৃত্যু হয়। একই সময়ে চাকা পাংচার হয়ে রাস্তার দাঁড়ানো ছিল একটি ড্রাম ট্রাক। এছাড়া, ঘটনাস্থলের প্রায় ১১০ গজ পিছনে আরেকটি সিএনজি অটোরিক্সা পিছলে রাস্তার নিচে পড়ে যায়।
আমাদের ওসমানী নগর প্রতিনিধি জানান, খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মীরনগর এলাকায় দুটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনায় ট্রাকের চালক হেলপার সহ ৪ জন আহত হয়।
পুলিশ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে সিলেটগামী বালুবাহী একটি ড্রাম ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি খালি ড্রাম ট্রাকের মধে্য উল্লেখিত এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক রাস্তার উপর ব্যারিকেড সৃষ্টি করলে রাস্তার দু’পাশে দীর্ঘ ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারশেষে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ও মহাসড়কের যানচলাচল স্বাভাবিক করে।